বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নানির মরদেহ আনতে গিয়ে সড়কে প্রাণ গেল নাতির

  • প্রতিনিধি, দিনাজপুর   
  • ১ সেপ্টেম্বর, ২০২৩ ১৬:২৭

ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, ‘ঘটনার পরপরই দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে গেছে। বৃদ্ধা এবং সড়ক  দুর্ঘটনায় নিহত যুবকের মরদেহ পরিবার দিনাজপুরে নিয়ে গেছে। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বৃদ্ধা নানির মরদেহ ঢাকা থেকে বাড়িতে নিয়ে আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক যুবক।

নিহত ২৩ বছর বয়সী হৃদয় মাহিন আলভি দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ বালুবাড়ি এলাকার মেফতাহুল রহমানের ছেলে।

দুর্ঘটনায় মরদেহবাহী গাড়িটির চালক মিঠুন মিয়াও আহত হয়েছেন। তিনি রাজধানীতে ল্যাবএইড হাসপাতালের মরদেহবাহী ফ্রিজিং গাড়ির চালক।

দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঘোড়াঘাট পৌর এলাকার নুরজাহানপুরে শুক্রবার সকাল সাড়ে ৭টায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয় মরদেহবাহী গাড়িটি। এতে গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ওই সময় আলভি গাড়িচালকের পাশের সিটে বসা ছিলেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে গাড়িতে থাকা দুজনকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক আলভিকে মৃত বলে জানান।

স্থানীয়দের বরাত দিয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, ‘মহাসড়কের পাশে দিনাজপুরমুখী অবস্থায় একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। লাশবাহী গাড়িটি ঢাকা থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল।গাড়িটি নুরজাহানপুর নামক স্থানে পৌঁছালে থেমে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা দেয়। আমরা ৭টা ৪৫ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। লাশবাহী গাড়িতে একজন বয়োজ্যেষ্ঠ নারীর মরদেহ ছিল।’

নিহত আলভির মামা প্রকৌশলী (প্রশাসন) শফিকুর রহমান বলেন, ‘আমার মা চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ল্যাব এইড হাসপাতালে মারা যায়। আমার মায়ের মরদেহ গাড়িতে দিনাজপুর নিয়ে যাওয়া হচ্ছিল। লাশবাহী গাড়িতে আমার ভাগ্নে ছিলেন। দুর্ঘটনায় সেও মারা গেল। দুটি শোকে আমার পরিবার দিশেহারা।’

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মনিরুজ্জামান মুরাদ বলেন, ‘মরদেহবাহী গাড়িটির চালক আমাদের হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার একটি হাত ভেঙে গিয়েছে।’

ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, ‘ঘটনার পরপরই দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে গেছে। বৃদ্ধা এবং সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের মরদেহ পরিবার দিনাজপুরে নিয়ে গেছে। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিভাগের আরো খবর