রাজধানীর উপকণ্ঠ সাভারে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়। ঘটনাটি জানাজানি হয় শুক্রবার।
প্রাণ হারানো ১১ বছর বয়সী রওনক মৃধা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের শিমুলতলা এলাকার মহসিন মৃধার মেয়ে। সে স্থানীয় সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজে পঞ্চম শ্রেণিতে পড়ত।
সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ ইনচার্জ নাছির উদ্দিন জানান, গত ২৮ আগস্ট আইসিইউতে রওনক নামের ডেঙ্গু আক্রান্ত এক শিশুকে ভর্তি করা হয়। ১৪ নম্বর বেডেই চিকিৎসাধীন ছিল সে। পরে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।
সাভারে গত কয়েক মাস ধরে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেলেও এই প্রথম কোনো মৃত্যুর ঘটনা ঘটল।