চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কে হবিগঞ্জের দুর্গাপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় পিকআপভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।
উবাহাটা এলাকায় শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন অটোরিকশার চালক জালাল মিয়া ও আরোহী ফরিদ মিয়া।
চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক জানান, উবাহাটা এলাকায় চুনারুঘাট থেকে ছেড়ে আসা অটোরিকশাকে ধাক্কা দেয় বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যান। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার যাত্রী ফারুক মিয়া। আহত তিনজনকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে গুরুতর অবস্থায় অটোরিকশার চালক জালাল মিয়াকে সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ওই হাসপাতালে নেয়ার পথে বাহুবল এলাকায় তার মৃত্যু হয়।