বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খাদ্যবান্ধব কর্মসূচির চাল চুরি, দুই যুবক কারাগারে

  • প্রতিনিধি, নোয়াখালী   
  • ৩১ আগস্ট, ২০২৩ ২৩:০৩

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পূর্ব চাকলা গ্রাম থেকে তাদের আটক করে সুধারাম মডেল থানা পুলিশ। পরে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

নোয়াখালীর সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল চুরির অভিযোগে দুই যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী মুখ্য বিচারিক আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এস এম মোসলেহ উদ্দিন মিজান এ আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পূর্ব চাকলা গ্রাম থেকে তাদের আটক করে সুধারাম মডেল থানা পুলিশ। পরে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার চাড়ুবানু গ্রামের আবদুল হকের ছেলে ৩৫ বছর বয়সী ইসমাইল এবং একই গ্রামের মো. মোস্তফার ছেলে ৩০ বছর বয়সী এরশাদ সিকদার।

সুধারাম মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বুধবার গভীর রাতে প্রধানমন্ত্রীর খাদ্য বান্ধব কর্মসূচির চাল বস্তা থেকে সরিয়ে আত্মসাতের চেষ্টা চালায় এরশাদ ও শিকদার নামে দুই শ্রমিক। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় গ্রেপ্তার দুই যুবক সহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার দুই যুবককে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।’

এ বিভাগের আরো খবর