‘দৈনিক বাংলা’র প্রথম আত্মপ্রকাশ ষাটের দশকে। সে সময়ে এটির নাম ছিল ‘দৈনিক পাকিস্তান’। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার সংগ্রামে উজ্জীবিত বাঙালি জাতির পক্ষে সাহসী ভূমিকা রেখেছিল পত্রিকাটি।
মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর এটি প্রথমে ‘দৈনিক বাংলাদেশ’ এবং পরে ‘দৈনিক বাংলা’ নামে প্রকাশিত হতে থাকে। ওই সময় থেকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী গণতান্ত্রিক শক্তির সহায়ক হয়ে সাংবাদিকতা করে এসেছে দৈনিক বাংলা।
২০২২ সালের ৪ সেপ্টেম্বর পাঠকের কাছে এই পত্রিকা হাজির হয়েছে নতুন আঙ্গিকে। নতুন করে এই পথচলার প্রথম বর্ষপূর্তি আগামী ৪ সেপ্টেম্বর। এতোদিনের পথচলায় কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়া বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এসেছে দৈনিক বাংলা। এই অনবদ্য ভূমিকার জন্য পাঠকের চোখে সংবাদপত্র শিল্পে গৌরবের পালক হয়ে উঠেছে পত্রিকাটি।
আমরা মনে করি, এই গৌরবময় যাত্রায় প্রাসমান অংশীদার প্রিয় পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, হকার, এজেন্টসহ সর্বস্তরের শুভানুধ্যায়ী। এই মাহেন্দ্রক্ষণে তাদের সবাইকে উষ্ণ অভিবাদন।
-ভারপ্রাপ্ত সম্পাদক