আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা থেকে বিরত রাখতে ডিজিটাল আইন (সাইবার নিরাপত্তা আইন) করা হয়েছে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, তবে ডিজিটাল আইন করেও তারা নিজেদের রক্ষা করতে পারবে না।
তিনি বলেন, ‘বিএনপিকে ধ্বংস করার জন্যই ডিজিটাল আইন করা হয়েছে। বিএনপি সত্য বলে, অন্যায়ের প্রতিবাদ করে। দুর্নীতির বিরুদ্ধে কথা বলা মানেই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা।'
বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘কেউ যদি মনে করে আগামী নির্বাচন আওয়ামী লীগের সভানেত্রীর অধীনে হবে তাহলে তারা স্বপ্নের ঘোরে আছে। রাস্তায় যান, বুঝতে পারবেন। মানুষ ভালো-মন্দ জিজ্ঞেস করে না, বলে এ সরকার যাচ্ছে তো?’
শামসুজ্জামান দুদু বলেন, ‘জিয়াউর রহমানের অনন্য কীর্তির মধ্যে একটি হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। এই দল তিনি এমন আদর্শিকভাবে তৈরি করেছেন যে মানুষের হৃদয়ে গেঁথে গেছে। মানুষ তাকে হৃদয়ে স্থান দিয়েছে। এ দলকে মানুষ ভালোবাসে বলেই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার দিতে ভয় পায়।’
তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া বিএনপির দ্বিতীয় পিলার। বাংলাদেশে দ্বিতীয় ব্যক্তি হিসেবে যদি কেউ নোবেল পান সেটি পাওয়ার যোগ্য খালেদা জিয়া।’