রাজধানীর রামপুরায় পাথরবোঝাই লরির চাপায় এক ব্যক্তি নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
রামপুরা টিভি সেন্টারের এক নম্বর গেটের সামনে বুধবার রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো ৩৮ বছর বয়সী সাগর ইসলাম পেশায় রংমিস্ত্রি ছিলেন। আহত পাঁচজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ৪২ বছর বয়সী রিকশাচালক নান্নু ও ২৬ বছরের যুবক রুবেল।
দুর্ঘটনার পর ছয়জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সাগর ইসলামকে রাত দেড়টার দিকে মৃত বলে জানান।
আহত ব্যক্তিদের ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া রফিকুল ইসলাম জানান, লরিটি সিলেট থেকে পাথর বোঝাই করে ঢাকায় আসে। রাতে টিভি সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা কয়েকটি রিকশাকে চাপা দেয়। ওই সময় ছয়জন আহত হন।
রামপুরা থানার ওসির বরাত দিয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মাসুদ মিয়া জানান, রংমিস্ত্রির মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় লরির চালককে আটকের পাশাপাশি লরিটি জব্দ করা হয়েছে।