গৌরীপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান বোরহান জানান, এ ঘটনায় তাদের পরিবার কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। ফলে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
ময়মনসিংহের গৌরীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার বোকাইনগর ইউনিয়নের মামুদনগর গ্রামে বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো দুজন হলো একই গ্রামের রিপন মিয়ার ৭ বছর বয়সী মেয়ে শ্রাবণী ও নুর ইসলামের ৫ বছর বয়সী মেয়ে মাইশা। তারা চাচাতো বোন ছিল।
গৌরীপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান বোরহান জানান, বুধবার বিকেলে শ্রাবণী ও মাইশা বাড়ির পাশের পুকুরপাড়ে খেলাধুলা করার একপর্যায়ে পুকুরে পড়ে যায় তারা। সন্ধ্যার দিকে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের দুইজনের মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।
তিনি আরও জানান, এ ঘটনায় তাদের পরিবার কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। ফলে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।