দেশের ঐতিহাসিক সংবাদপত্র ‘দৈনিক বাংলা’ তার পথচলার শুরু থেকেই জনগণের পক্ষে তাদেরই মুখপত্র হিসেবে ভূমিকা রেখে আসছে। করছে দায়িত্বশীল সাংবাদিকতা। এজন্য এই পত্রিকা ইতোমধ্যে সর্বস্তরের পাঠকের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
ষাটের দশকে প্রথম প্রকাশিত হওয়া সংবাদপত্রটি দেশের স্বাধীনতা অর্জনের পর রাষ্ট্র গঠনে গণতান্ত্রিক শক্তির সহায়ক হিসেবে অনবদ্য ভূমিকা রেখেছে। প্রশংসনীয় ভূমিকা রেখেছে জাতির সংকটে, ক্রান্তিকালে।
২০২২ সালের ৪ সেপ্টেম্বর দৈনিক বাংলা হাজির হয়েছে নবরূপে। আসছে সোমবার সেই নবযাত্রার দ্বিতীয় বর্ষে পদার্পণ করতে যাচ্ছে পত্রিকাটি।
দায়িত্বশীল সাংবাদিকতায় আমরা অঙ্গীকারবদ্ধ। এই অবস্থান থেকে আমাদের প্রত্যয়- দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় যত বাধা আছে, সেসব দূর করতে বলিষ্ঠ ভূমিকা রেখে যাবে দৈনিক বাংলা। বিষয়টি চ্যালেঞ্জের হলেও আমরা পিছপা হবো না।
-ভারপ্রাপ্ত সম্পাদক