ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিট সংলগ্ন মসজিদের চতুর্থ তলায় একটি ঘরে আগুনের ঘটনা ঘটেছে।
বুধবার দুপুর আড়াইটার দিকে এই আগুনের সূত্রপাত। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঢামেক হাসপাতালের মসজিদের সেক্রেটারি লিটন মিয়া জানান, মসজিদের চতুর্থ তলায় ঘরের ভেতর থেকে ধোঁয়া বেরোতে থাকে। মুহূর্তে ঘরটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়ার সঙ্গে সঙ্গে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, মসজিদের ছাদে এই ঘরটিতে সাবেক মোয়াজ্জেম জাহিদ হোসেনসহ তিন থেকে চারজন থাকেন। ঘরে আসবাবপত্রসহ একটি বড় ফ্রিজ ছিল। ধারণা করা হচ্ছে, ওই ফ্রিজ থেকে আগুনের সূত্রপাত।
লিটন মিয়া জানান, তবে ফ্রিজসহ দুই লাখ টাকার মতো মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পাশেই বার্ন ইউনিট ছিল, বড় ধরনের আগুন থেকে আমরা রক্ষা পেলাম।
ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস না আসলে অনেক বড় ধরনের আগুনে ঘটনা ঘটতো। এখন সবকিছুই স্বাভাবিক হয়ে আসছে।