রাজধানীর ভাটারায় নতুন বাজার এলাকায় ক্যাফে ফোর স্টার রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডারের লাইন মেরামতের সময় আগুন ধরে যাওয়ায় চারজন দগ্ধ হয়েছেন।
নতুন বাজারে ক্যাফে ফোর স্টার রেস্টুরেন্টে বুধবার সকাল নয়টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।
দগ্ধ চারজন হলেন ৪০ বছর বয়সী খাদিজা বেগম, ৩৫ বছর বয়সী রহিমা আক্তার, ৩৯ বছর বয়সী মো. তারেক এবং ২৫ বছর বয়সী মো. হারিস আলী।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মীদের মধ্যে বাবুল মিয়া বলেন, ‘আমরা বুধবার সকালের দিকে রান্নাঘরে কাজ করছিলাম। ওই সময় গ্যাস সিলিন্ডারে ত্রুটি দেখা দিলে ওই গ্যাসের সিলিন্ডার মেরামত করার সময় গ্যাসের লাইন থেকে আগুন ধরে যায়। এতে চারজন দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।’
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম বলেন, ‘ভাটারা থেকে অগ্নিদগ্ধ হয়ে চারজন আমার এখানে এসেছেন। তাদের চারজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়ার পর খাদিজা ও রহিমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। হারিস ও তারেককে অবজারভেশনে রাখা হয়েছে। তাদের সবার অবস্থা শঙ্কামুক্ত।’