উৎপাদন বাড়িয়ে, আমদানি করে এবং বিকল্প ব্যবস্থা করে বাজারের সিন্ডিকেট ভেঙে দেয়া যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির বিষয়ে তিনি বলেছেন, ‘সিন্ডিকেট ভাঙা যাবে না এটা কোনো কথা না। কে কত বড় শক্তিশালী আমি দেখব। সিন্ডিকেট ভাঙা যাবে না এমন কিছু বাণিজ্যমন্ত্রী বলে থাকলে তাকে আমি ধরব।’
ব্রিকস সম্মেলনে যোগদান-পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মঙ্গলবার গণভবনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের করা প্রশ্নের মাধ্যমে বাণিজ্যমন্ত্রীর মন্তব্য সম্পর্কে জানতে পারেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘কে বলেছে এই কথা? আমি বাণিজ্যমন্ত্রীকে ধরছি।’
বাজারে সিন্ডিকেটের প্রভাব সম্পর্কে তিনি বলেন, ‘দেশে একটা শ্রেণি আছে যারা সিন্ডিকেট করে ব্যবসা করে। যখনই তারা আর্টিফিশিয়ালি দাম বাড়ায় আমরা তখন আমদানি করি। বিকল্প ব্যবস্থা করি যেন তারা বাধ্য হয় দাম কমাতে।’
শেখ হাসিনা বলেন, ‘এটা কিন্তু যুগ যুগ ধরে চলছে। আমরা ছোটবেলায় দেখেছি, নতুন শিম উঠলে কে কত দামে কিনতে পারে তার প্রতিযোগিতা হতো। আবার কয়েক দিন পর কমে যেত।’
এ সময় প্রধানমন্ত্রী জনগণকে যার যার অবস্থান থেকে কিছু না কিছু উৎপাদন করার আহ্বান জানান। উৎপাদন বাড়াতে পারলে সিন্ডিকেট এমনিতেই শেষ হয়ে যাবে বলে মনে করেন সরকারপ্রধান।
দেশের বাজারে ডিমের দাম যখন কমবে তখন ডিম সেদ্ধ করে ফ্রিজে রেখে দেয়ার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি পেঁয়াজ-মরিচ শুকিয়ে সংরক্ষণেরও পরামর্শ দেন তিনি।