বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্রিকসে সদস্য পদ পেতে কাউকে বলা হয়নি: প্রধানমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৯ আগস্ট, ২০২৩ ১৭:০৯

শেখ হাসিনা বলেন, ‘ব্রিকসের ব্যাংকের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা ছিল। সদস্যপদ পাওয়ার জন্য কাউকে বলা হয়নি। আর বাংলাদেশ এখন আর এমন অবস্থায় নেই যে কিছু চাইলে পাবে না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ব্রিকসের সদস্যপদ পাবো সে ধরনের চিন্তা বা চেষ্টা আমাদের ছিল না। তবে ব্রিকসের ব্যাংকের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা ছিল। সদস্যপদ পাওয়ার জন্য কাউকে বলা হয়নি। আর বাংলাদেশ এখন আর এমন অবস্থায় নেই যে কিছু চাইলে পাবে না।’

মঙ্গলবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দক্ষিণ আফ্রিকা সফর সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ব্রিকসের সদস্যপদ না পাওয়া প্রসঙ্গে সিনিয়র সাংবাদিক শ্যামল দত্তের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘চাইলে আমরা পাবো না এই অবস্থায় তো নেই। সব কিছুর একটা নিয়ম থাকে। ভৌগোলিক বিবেচনায় সদস্য করা হয়। আমরা নিয়ম মেনেই চলি।

‘সাউথ আফ্রিকার প্রেসিডেন্টের সঙ্গে যখন সাক্ষাৎ হয়, তিনি জানালেন সদস্য সংখ্যা বাড়ানো হবে। ব্রিকসের পাঁচটি দেশের সরকারপ্রধানের সঙ্গেই আমার ভালো সম্পর্ক।’

তিনি বলেন, ‘যখন ব্রিকসের ব্যাংক হচ্ছে সেখানে আমরা যুক্ত হতে চেয়েছিলাম। ব্রিকস ধাপে ধাপে সদস্য নেবে। না হলে তো সব রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে আমাদের দেখা হয়েছে, আমরা কাউকে সদস্য হওয়ার ব্যাপারে বলতে যাইনি।’

প্রধানমন্ত্রী বিরোধী দলের সমালোচনা করে বলেন, ‘আমাদের অপোজিশন থেকে হতাশা- সদস্যপদ পেল না। বাংলাদেশ কিছু চেয়ে পাবে না এটা ঠিক না।’

বিএনপির শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, ‘তাদের আমলে তো বাংলাদেশের কোনো অবস্থানই ছিল না। বাংলাদেশ ছিল দুর্ভিক্ষের দেশ। ভিক্ষা চাওয়ার দেশ।’

১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ২২ আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকস চেয়ার সিরিল রামাফোসার আমন্ত্রণে এই সম্মেলনে যোগ দেন তিনি। চার দিনের সফর শেষে রোববার দেশে ফেরেন তিনি।

দক্ষিণ আফ্রিকা সফরে ব্রিকস সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন শেখ হাসিনা। তিন দিনব্যাপী ওই সম্মেলনের ফাঁকে শেখ হাসিনার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দ্বিপাক্ষিক বৈঠক হয়।

এবারের ব্রিকস শীর্ষ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগ দেন।

সম্মেলনে আর্জেন্টিনা, মিসর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে ব্রিকস জোটের পূর্ণ সদস্য হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। এই দেশগুলোর সদস্যপদ ২০২৪ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে।

এ বিভাগের আরো খবর