ময়মনসিংহের নান্দাইলে অটোরিকশায় বাসের ধাক্কায় এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে উপজেলার মুশল্লী এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো ৩৬ বছর বয়সী সাইফুল ইসলাম নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ফহেতপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন।
নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন জানান, মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ থেকে এমকে সুপার নামের যাত্রীবাহী বাস ময়মনসিংহের দিকে যাচ্ছিল। নান্দাইলের মুশল্লী এলাকা পর্যন্ত আসতেই নান্দাইল চৌরাস্তা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি যাত্রীবাহী অটোরিকশাকে বাসটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী সাইফুল ইসলাম নিহত হন। ওই সময় আহত হন আরও তিনজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
তিনি আরও জানান, বাসটিকে জব্দ করা গেলেও এর চালক পালিয়ে যায়। তাকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।