রাজধানীর মিরপুরে রাস্তা পারাপারের সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মিরপুরের পল্লবীতে সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো ৬০ বছর বয়সী মোহাম্মদ ইবনে আলী পল্লবী বাউনিয়া সেনা ক্যাম্প বেহারি কোয়ার্টারের বাসিন্দা ছিলেন।
মোহাম্মদ ইবনে আলীকে হাসপাতলে নিয়ে আসা তার জামাতা সুমন মিয়া বলেন, ‘সোমবার রাতে বাসায় ফেরার পথে পল্লবী থানার কাছে নতুন রাস্তার সামনে একটি অটোরিকশা আমার শ্বশুরকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর জখম হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১টার দিকে তার মৃত্যু হয়।’
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।