সংবাদপত্রকে বলা হয়ে থাকে সমাজের দর্পণ। সমস্যা-সম্ভাবনাসহ সামগ্রিক বিষয়াদি সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ পায় বলেই এটি নাগরিকের কাছে দর্পণ হিসেবে বিবেচিত হয়ে আসছে।
পথচলার শুরু থেকেই সমাজের দর্পণ হয়ে ভূমিকা পালন করে আসছে ‘দৈনিক বাংলা’। ঐতিহাসিক এই পত্রিকা যেমন তুলে ধরছে দুর্নীতি, অপরাধসহ নানা সমস্যার কথা; তেমনই প্রচার করে আসছে অবকাঠামো খাতে অভূতপূর্ব উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যে ঈর্ষণীয় অগ্রগতিসহ দেশের আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অপার সম্ভাবনার গল্প। পাশাপাশি প্রকাশ করছে খেলা, বিনোদন, রাজনীতি, আন্তর্জাতিকসহ পাঠক চাহিদার সব ধরনের খবরও।
বাঙালি জাতির স্বাধীনতার সংগ্রামে বীর সেনানীদের সঙ্গে একতাবদ্ধ হয়ে দায়িত্ব পালন করা দৈনিক বাংলা ২০২২ সালের ৪ সেপ্টেম্বর নবরূপে আত্মপ্রকাশ করে। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ‘ইতিহাসের সাথে ভবিষ্যতের পথে’ স্লোগানে এগিয়ে চলা এই সংবাদমাধ্যম তার নবযাত্রার দ্বিতীয় বর্ষে পদার্পণ করতে যাচ্ছে।
এই আনন্দক্ষণে আমাদের সাহস যোগানো অগণিত পাঠক, প্রেরণা দেয়া লেখক আর উৎসাহ দেয়া বিজ্ঞাপনদাতা, এজেন্ট, হকারসহ সর্বস্তরের শুভানুধ্যায়ীদের প্রতি অনাবিল শুভেচ্ছা।
পাঠকের কাছে আমাদের অঙ্গীকার, বরাবরের মতোই সমাজের দর্পণ হয়ে কাজ করে যাবে দৈনিক বাংলা।
-ভারপ্রাপ্ত সম্পাদক