বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুটি ধারা জামিনযোগ্য করে সাইবার নিরাপত্তা আইনের খসড়া অনুমোদন

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৮ আগস্ট, ২০২৩ ১৮:০৫

আইনমন্ত্রী আনিসুল হক জানান, আগের ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের’ বদলে হচ্ছে সাইবার নিরাপত্তা আইন। এতে আরও দুটি ধারা জামিনযোগ্য রাখা হয়েছে। পাশাপাশি অনেক ক্ষেত্রেই শাস্তির বিধান কমানো হয়েছে।

জামিন পাওয়ার সুযোগ এবং কিছু ক্ষেত্রে সাজা কমানোর বিধান রেখে প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক হয়।

বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, আগের ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের’ বদলে হচ্ছে সাইবার নিরাপত্তা আইন। এতে আরও দুটি ধারা জামিনযোগ্য রাখা হয়েছে। পাশাপাশি অনেক ক্ষেত্রেই শাস্তির বিধান কমানো হয়েছে।

মন্ত্রী জানান, এখন কারিগরি ধারা ছাড়া খসড়া আইনের আর কোনো ধারা অজামিনযোগ্য নেই।

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলাগুলোর কার্যক্রম নিয়ে তিনি বলেন, ‘সেগুলো চলবে। নতুন সাইবার সিকিউরিটি অ্যাক্ট সেখানে প্রয়োগ হবে না। কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলাগুলোতে যেন কারাদণ্ড না দেওয়া হয় সেরকম কিছু করার ব্যবস্থা আমরা নিচ্ছি।’

নানা সমালোচনার মুখে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন রহিত করে নতুন সাইবার নিরাপত্তা আইন করার ঘোষণা দেয় সরকার। গত ৭ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

এর ধারাবাহিকায় ৯ আগস্ট আইনটির খসড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করে অংশীজনদের মতামত চাওয়া হয়। এ জন্য তারা ১৪ দিন সময় দেয়া হহয়। এতে প্রায় ৫০০টি মতামত জমা পড়ে।

এ বিভাগের আরো খবর