ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস ২ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
শিক্ষার্থীদের যথাসময়ে নিজ নিজ বিভাগে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান রোববার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হবে। বিভাগসমূহ নিয়মিত ক্লাসের সময়সূচি শিক্ষার্থীদের জানিয়ে দেবে।’
এর আগে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষার্থীদের ২৭ থেকে ২৯ আগস্টের মধ্যে ভর্তি সংক্রান্ত যাবতীয় বিষয় সম্পন্ন করতে বলা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম বলেন, ‘গত বছরের তুলনায় আমরা এবার অনেক আগেই ক্লাস শুরু করতে যাচ্ছি, যার ফলে আমি মনে করি, ভবিষ্যতে সেশনজট সমস্যা কাটিয়ে ওঠা যাবে।’
র্যাগিং নিয়ে উপাচার্য বলেন, “র্যাগিংয়ের বিরুদ্ধে আমরা সর্বদা সোচ্চার। আমাদের অ্যান্টি র্যাগিং কমিটি সর্বদা কাজ করে যাচ্ছে। এ ছাড়াও হাইকোর্টেরও নির্দেশনা রয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ে ‘র্যাগিং’ শব্দটি রাখতে চাই না।”
চলতি বছর ফ্রেব্রুয়ারি মাসে ইবির দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে সাড়ে চার ঘণ্টা আটকে রেখে নির্যাতন করার অভিযোগ করেন ফিন্যান্স বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ফুলপরী খাতুন। এ ঘটনায় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরাসহ নির্যাতনকারী পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে।
সেন্ট্রাল ওরিয়েন্টেশনের বিষয়ে উপাচার্য বলেন, ‘আমরা অবশ্যই চেষ্টা করব ওরিয়েন্টেশন করার।’
সবশেষে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যাপক শেখ আবদুস সালাম বলেন, ‘একজন শিক্ষক হিসেবে আমি সবসময় চাই শিক্ষার্থীরা মানুষের মতো মানুষ হয়ে বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষ করুক। নবীন শিক্ষার্থীদের জন্য পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব আমাদের।’