নানা আয়োজনে বিশ্ব পানি সপ্তাহ পালন করেছে দ্য কোকা-কোলা ফাউন্ডেশন (টিসিসিএফ) ও এর সহযোগী ওয়াটারএইড বাংলাদেশ, ডব্লিউএসইউপি এবং ২০৩০ডব্লিউআরজি।
পানি সপ্তাহের এবারের বৈশ্বিক প্রতিপাদ্য ‘সিডস অফ চেইঞ্জ: ইনোভেটিভ সলিউশনস ফর আ ওয়াটার-ওয়াইজ ওয়ার্ল্ড’-এর সঙ্গে মিল রেখে সাভার, চট্টগ্রাম ও রাজশাহীতে সেমিনারের আয়োজন করে টিসিসিএফ।
সেমিনারে জানানো হয়, পৃথিবীজুড়ে নিরাপদ পানির চাহিদা ক্রমেই বেড়ে চলেছে। বাংলাদেশের অনেক এলাকায় চাহিদার তুলনায় পানির অভাব ও সরবরাহ এ বিষয়টি প্রমাণ করে। তাই কেকা-কোলার কাছে পানি সংক্রান্ত উদ্যোগগুলো খুবই গুরুত্বপূর্ণ। কোম্পানিটির জনকল্যাণকর অংশ দ্য টিসিসিএফ এ দেশের নাগরিকদের জন্য নিরাপদ খাবার পানির টেকসই সরবরাহ সহজলভ্য করতে এবং স্বাস্থ্যকর বাস্তুতন্ত্র ও জলাশয়ের উন্নয়নে সাহায্য করার লক্ষ্যে বিভিন্ন অলাভজনক সংস্থাকে অর্থ দেয়।
সেমিনারের আলোচনায় আরও জানানো হয়, বর্তমানে টিসিসিএফ বাংলাদেশে ২০৩০ওয়াটার রিসোর্সেস গ্রুপ, ওয়াটারএইড এবং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দ্য আরবান পুওর (ডব্লিউএসইউপি)-এর মতো সংগঠনের সঙ্গে কাজ করছে। এসব পার্টনারশিপ বাংলাদেশকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৬, ১২, ১৪ ও ১৭ নম্বর লক্ষ্য অর্জনে সহায়তা করছে।
দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাদিয়া ম্যাডসবার্গ বলেন, ‘নিরাপদ পানির টেকসই সহজলভ্যতা দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশে পানির সহজলভ্যতা বৃদ্ধি করার লক্ষ্যে আমাদের বাস্তবায়নকারী পার্টনারদের কাজে সহায়তা করতে পেরে আমরা খুবই গর্বিত।’