বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফ্রাইং প্যানের হাতলে স্বর্ণ পাচারের চেষ্টা, গোয়েন্দার জালে যুবক

  • প্রতিবেদক, চট্টগ্রাম   
  • ২৭ আগস্ট, ২০২৩ ১৭:১১

চট্টগ্রাম অঞ্চলের এনএসআইয়ের এক সহকারী পরিচালক জানান, সব মিলিয়ে কিছু স্বর্ণালঙ্কারসহ রেজাউল করিমের কাছ থেকে উদ্ধার করা মালামালের মূল্য ৪৭ লাখ ৭১ হাজার ৩৬৫ টাকা।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আধা কেজি স্বর্ণসহ এক যুবককে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)।

রোবাবর সকালে বিমানবন্দরের কাস্টমস হল এলাকা থেকে শুল্ক গোয়েন্দাদের সহায়তায় রেজাউল করিম নামের ওই যুবককে আটক করা হয়।

আটক ৪৩ বছর বয়সী মোহাম্মদ রেজাউল করিম কক্সবাজারের মহেশখালী এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম অঞ্চলের এনএসআইয়ের এক সহকারী পরিচালক জানান, দুবাই এয়ার লাইনসের একটি ফ্লাইটে সকাল ৯টার দিকে দুবাই থেকে চট্টগ্রামে আসেন তিনি। পরবর্তীতে একটি স্বর্ণের বারের শুল্ক পরিশোধ করে বের হওয়ার সময় গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস হল থেকে তাকে আটক করা হয়।

তিনি বলেন, ‘এ সময় তল্লাশি করলে দেখা যায়, দুটি ফ্রাই প্যানের হাতলের ভেতর ও পারফিউমের কৌটার ভেতরে কৌশলে লুকিয়ে আরও বেশকিছু স্বর্ণ পাচারের চেষ্টা করছিল রেজাউল করিম।’

তিনি জানান, সব মিলিয়ে কিছু স্বর্ণালঙ্কারসহ রেজাউল করিমের কাছে মোট ৫৩৯ দশমিক পাঁচ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এছাড়াও তার কাছে দুটি স্যামসাং মোবাইল, একটি ল্যাপটপ ও দুই কার্টন বিদেশি সিগারেট পাওয়া গেছে। স্বর্ণসহ সব মিলিয়ে উদ্ধার মালামালের মূল্য ৪৭ লাখ ৭১ হাজার ৩৬৫ টাকা।

চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল মতিন তালুকদার বলেন, ‘আটক ব্যক্তির বিরুদ্ধে নগরীর পতেঙ্গা থাানয় একটি ফৌজদারি মামলা করা হয়েছে।’

এ বিভাগের আরো খবর