বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের হলে ‘র্যাগিংয়ের শিকার হয়ে’ এক ছাত্রীর অসুস্থ হওয়ার বিষয়টি রোববার হাইকোর্টের নজরে আনা হয়েছে।
র্যাগিংয়ের অভিযোগ নিয়ে প্রকাশিত সংবাদ বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চের নজরে আনেন আইনজীবী তামজিদ হাসান।
এর পরিপ্রেক্ষিতে আইনজীবীকে লিখিত আবেদন নিয়ে আসতে বলেছে আদালত।
এরপর আইনজীবী তামজিদ হাসান সাংবাদিকদের বলেন, ‘আমরা আগামীকাল র্যাগিংয়ের ঘটনা নিয়ে হাইকোর্টে রিট দায়ের করব।’
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের হলে এক ছাত্রী র্যাগিংয়ের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া যায়। ওই ছাত্রীকে গভীর রাতে দুই দফায় হলের একটি কক্ষে ডেকে নিয়ে দীর্ঘ সময় দাঁড় করিয়ে রেখে গালাগাল, হুমকি ও মুঠোফোন তল্লাশি করা হয়েছে। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে তাকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গত বুধবার রাতে ছাত্রী হলের ৬০৬ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। হলে অবস্থান করা ডেন্টাল সপ্তম ব্যাচের ছাত্রী ফাহমিদা রওশন ওরফে প্রভা, ৫০তম ব্যাচের নীলিমা হোসেন ওরফে জুঁইয়ের নেতৃত্বে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী দাবিদার ছাত্রী।
প্রতিবেদনে বলা হয়, প্রভা ও জুঁই নিজেদের ছাত্রলীগের নেত্রী হিসেবে পরিচয় দিয়েছেন।