বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফের তলিয়ে গেল চট্টগ্রাম, এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি

  •    
  • ২৭ আগস্ট, ২০২৩ ১০:১১

আমবাগান আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মফিজুর রহমান বলেন, ‘এটা বর্ষার স্বাভাবিক বৃষ্টিপাত। রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।’

টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে ফের তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন নিচু এলাকা। এতে সাধারণ মানুষের পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছে রোববার থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। আর বৃষ্টি ও জলাবদ্ধতার কবলে পড়ে যথাসময়ে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো নিয়ে শঙ্কায় পড়েছেন অভিভাবকরা।

শনিবার মধ্যরাত থেকে কখনও গুঁড়ি গুঁড়ি, কখনও মুষলধারে বৃষ্টি ঝরছে চট্টগ্রামে। আর টানা এ বৃষ্টিতে বরাবরের মতই তলিয়ে গেছে নগরীর অপেক্ষাকৃত নিচু এলাকাগুলো।

রোববার সকালে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নগরীর দুই নম্বর গেইট, জিইসি, মুরাদপুর, চকবাজার, কাতালগঞ্জ, ফিরিঙ্গী বাজার, বক্সিরবিট, বাকলিয়া, চান্দগাঁও, হালিশহরসহ বিভিন্ন এলাকা তলিয়ে গেছে হাঁটু থেকে কোমর পানিতে।

এদিকে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রামসহ তিন শিক্ষা বোর্ডের পরীক্ষা পেছানোয় এসব বোর্ডে পরীক্ষা শুরু হচ্ছে রোববার। তাতেও যেন ভোগান্তি পিছু ছাড়ছে না পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের। জলাবদ্ধতায় সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছে তারাই।

নগরীর কুলগাঁও সিটি করপোরেশন কলেজের শিক্ষার্থী মো. রিয়াজ উদ্দিন অক্সিজেন এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন।

সে বলে, ‘শনিবার রাতের বৃষ্টিতে আমার বাসার গলিতে পানি জমে হাঁটুর ওপরে ওঠে গেছে। এমন আর কখনও হয়নি। অনেক কষ্টে সেটা পেরিয়ে আসছি। কিন্তু এখন গাড়ি পাচ্ছি না।’

নগরীর সরকারি সিটি কলেজের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম বলে, ‘আমার বাসা চান্দগাঁও সিঅ্যান্ডবি এলাকায়। পুরো পথে পানি, অনেকক্ষণ অপেক্ষার পর ১০০ টাকা বেশি দিয়ে একটা অটোরিকশায় পরীক্ষা কেন্দ্রে এসেছি। তাও চালক অন্য এলাকা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসছেন।’

এদিকে চট্টগ্রামে শনিবার দিনভর থেমে থেমে গুঁড়ি বৃষ্টি হলেও মধ্যরাত থেকে বৃষ্টির পরিমাণ বেড়ে যায়। রোববার সকাল ৬টা পর্যন্ত নগরে ১৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আমবাগান আবহাওয়া অফিস।

আমবাগান আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মফিজুর রহমান বলেন, ‘এটা বর্ষার স্বাভাবিক বৃষ্টিপাত। রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।’

জলাবদ্ধতা চট্টগ্রামের অন্যতম বড় সমস্যা। গত কয়েক দশক ধরেই জলাবদ্ধতার দুর্ভোগ মাথায় নিয়ে চলছে নগরবাসী। জলাবদ্ধতা নিরসনে ১৩ হাজার ৮০০ কোটি টাকার চারটি বড় সরকারি প্রকল্প চলছে বছরের পর বছর। এ চার প্রকল্পের প্রতিটিরই সময় ও ব্যয় বাড়লেও সুফল মিলছে না।

বড় চার প্রকল্পের মধ্যে ৫ হাজার ৬১৬ কোটি টাকার সবচেয়ে বড় প্রকল্পটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) হাতে। ২০২১ সালে প্রকল্পটির ব্যয় বৃদ্ধি করে ৮ হাজার ৫০০ কোটি টাকা করা হয়। ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ নামের এ প্রকল্পটি বাস্তবায়ন করছে সেনাবাহিনীর মাধ্যমে। জলাবদ্ধতা নিরসনে আরেকটি বড় প্রকল্প ‘কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ’ এ প্রকল্পটিও সিডিএর হাতে। ২ হাজার ৩১০ কোটি টাকার এ প্রকল্পে ইতোমধ্যে শেষ হয়েছে ৬৫ শতাংশ কাজ।

এ বিভাগের আরো খবর