বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গ্রেনেড হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল

  • প্রতিবেদক, চট্টগ্রাম   
  • ২৬ আগস্ট, ২০২৩ ২৩:৪৭

প্রতিবাদ সমাবেশে যুবলীগ নেতা মনোয়ার উল আলম চৌধুরী নোবেল বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক রহমান বিদেশে পলাতক। স্বাধীন বাংলার এসব কালো অধ্যায়কে কলঙ্কমুক্ত করতে তাকে দ্রুত দেশে এনে সাজা কার্যকরের দাবি জানাচ্ছি।’

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সভায় ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। একইসঙ্গে ওই হামলার মাস্টারমাইন্ড উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকে রহমানকে দেশে এনে শাস্তির দাবি জানানো হয়েছে।

শনিবার বিকেলে বন্দর নগরীর এ কে খান এলাকায় এসব কর্মসূচি পালন করেন আকবরশাহ ও পাহাড়তলী থানা শাখার নেতাকর্মীরা। নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেলের নেতৃত্বে এই কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

নগরীর এ কে খান মোড় থেকে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সিডিএ ও সিটি গেট হয়ে কর্নেলহাট মোড়ে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে যুবলীগ নেতা মনোয়ার উল আলম চৌধুরী নোবেল বলেন, ‘স্বাধীনতাবিরোধীদের দল ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে কেড়ে নিয়েছিলো। একইভাবে তাদের উত্তরসূরি খালেদা জিয়ার কুলাঙ্গার পুত্র তারেকের নির্দেশে নীল নকশা সাজিয়ে গ্রেনেড হামলা করে আমাদের নেত্রীকেও কেড়ে নেয়ার চেষ্টা করা হয়েছে।

‘এই ঘটনার মাস্টারমাইন্ড তারেক রহমান বিদেশে পলাতক। স্বাধীন বাংলার এসব কালো অধ্যায়কে কলঙ্কমুক্ত করতে তাকে দ্রুত দেশে এনে সাজা কার্যকরের দাবি জানাচ্ছি।’

এ সময় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর