গাইবান্ধায় ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ কনস্টেবলের মৃত্যুর ঘটনায় ওই ট্রাকের চালক, হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে গাইবান্ধা শহরের পুরাতন জেলখানা মোড়ে বালাসীঘাট থেকে আসা ট্রাকটি দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল বিপ্লবকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে পালিয়ে যায় ট্রাকটি। চাপা দেয়ার সময় ট্রাকটি চালাচ্ছিলেন চালকের সহকারী।
নিহত বিপ্লব প্রমাণিক সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছি গ্রামের মৃত আজমত প্রামাণিকের ছেলে। এ ঘটনায় ওইদিন গাইবান্ধা সদর থানায় একটি মামলা হয়।
শনিবার দুপুরে গাইবান্ধার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার কামাল হোসেন।
পুলিশ সুপার জানান, শুক্রবার রংপুর মহানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ট্রাকটির চালক জামাল মিয়া, তার সহকারী মশিউর রহমান এবং ট্রাকটির মূল মালিক আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি রংপুরের মাহিগঞ্জ এলাকায়।
তিনি আরও জানান, ওইদিন পুলিশ সদস্যকে চাপা দেয়ার পর অভিযুক্তরা ট্রাকটির রং পরিবর্তনের জন্য মাহিগঞ্জের একটি গ্যারেজে রাখে। তাদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।