বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মসজিদে লাইট জ্বালানোকে কেন্দ্র করে মুয়াজ্জিনকে কুপিয়ে জখম

  • প্রতিনিধি, বেনাপোল (যশোর)   
  • ২৬ আগস্ট, ২০২৩ ১৬:৩২

পুলিশ কর্মকর্তা আকিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় তদন্ত চলছে। তদন্তের পর আইনি ব্যবস্থা নেয়া হবে।’
যশোরের শার্শা উপজেলায় মসজিদে লাইট জ্বালানোকে কেন্দ্র করে স্থানীয় মসজিদের মুয়াজ্জিনকে কুপিয়ে জখম করেছেন মুসল্লিরা। আহত অবস্থায় ওই মুয়াজ্জিনকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। শার্শা উপজেলার গাজীর কায়বা গ্রামে শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। শার্শা থানার ওসি এস এম আকিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন। আহত ৪৫ বছর বয়সী মুয়াজ্জিন শাহারুল ইসলাম উপজেলার গাজীর কায়বা গ্রামের বাসিন্দা ও পশ্চিমপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে কর্মরত আছেন। অভিযুক্তরা হলেন একই গ্রামের আনোয়ারুল ইসলাম, তার দুই ছেলে মেহেদী হাসান ও সাঈদী হাসান এবং আনোয়ারুলের চাচাতো ভাই সিরাজুল। স্থানীয়রা জানান, শুক্রবার এশার নামাজ শেষে মুসল্লিরা সবাই চলে গেলেও আনোয়ারুল ইসলাম মসজিদে লাইট জ্বালিয়ে বসে ছিলেন। ওই সময় মুয়াজ্জিন লাইট জ্বালাতে নিষেধ করলে দুজনের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে হাতাহাতি হয়। পরবর্তী সময়ে আনোয়ারুল ও তার দুই ছেলে সিরাজুলের নেতৃত্বে দেশীয় অস্ত্র দিয়ে শাহারুলকে কুপিয়ে ফেলে রেখে চলে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পুলিশ কর্মকর্তা আকিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় তদন্ত চলছে। তদন্তের পর আইনি ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর