বাগেরহাট সদরে দেয়াল কেটে একটি দোকানে প্রবেশ করে স্বর্ণালংকার চুরি করেছে দুর্বৃত্তরা।
দোকানের মালিক ৯০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে বলে অভিযোগ করেন।
বাগেরহাট শহরের রেল রোডস এলাকায় শুক্রবার গভীর রাতে প্রবীর কুমার সরকারের মালিকানাধীন প্রণব জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
দোকান মালিক প্রবীর কুমার সরকার বলেন, ‘দোকানের পেছনে একটি প্রিন্টিং প্রেসের দরজার তালা ভেঙে ভেতর থেকে দেয়াল কেটে আমার জুয়েলার্সের দোকানে প্রবেশ করে চোরেরা। সেখানে থাকা প্রায় ৯০ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে গেছে চোরেরা।’
তিনি আরও বলেন, ‘প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে দোকান বন্ধ করে বাড়িতে যাই। দোকানে কোনো কর্মচারী ছিল না। দোকানে সিসি ক্যামেরা ছিল। এর কয়েকটি ক্যামেরা চুরির সময় নষ্ট করে ফেলে দুর্বৃত্তরা।
‘শনিবার ভোর ৫টায় স্থানীয় বাড়ির এক লোক দোকানের পেছনে কাটা দেখে পাশের দোকানদারদের জানায়। তাদের মাধ্যমে খবর পেয়ে দোকানে আসি। এসে দেখি ৯০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে চোরেরা।’
বাগেরহাট সদর থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’