কুমিল্লার গোমতী নদীতে এক টাইলস মিস্ত্রির বড়শিতে ধরা পড়েছে ৮ কেজি ওজনের একটি আইড় মাছ। এটি ১২০০ টাকা কেজি দরে বিক্রি করেন তিনি।
ওই টাইলস মিস্ত্রির নাম আলী হোসেন।
তিনি জানান, তারা চার-পাঁচজন টাইলস মিস্ত্রির কাজ করেন। যখনই সময় পান শখের বসে বড়শি নিয়ে গোমতী নদীতে মাছ শিকার করতে যান তারা। শনিবার সকাল ১০টার দিকে তারা গোমতী নদীর পূর্বহুড়া এলাকায় বড়শি ফেলেন। কিছুক্ষণ পর তার বড়শিতে আইড় মাছটি আটকায়। মাছটিকে তীরে তুলতে অন্তত বিশ মিনিট লাগে তাদের।
পরে স্থানীয় এক ব্যক্তি আলী হোসেনের শিকার করা আইড় মাছটি ১২০০ টাকা কেজি দরে কিনে নেন।
লেখক ও গবেষক আহসানুল কবীর বলেন, ‘এক সময় গোমতী অনেক স্রোতস্বিনী নদী ছিল। সে সময় গোমতীতে বড় বোয়াল, বাঘা আইড়, রুই, মৃগেল, বাইম, কালি বাউশ মাছ পাওয়া যেত। জলবায়ুর পরিবর্তন ও নদী শাসনের ফলে মাছের বংশবৃদ্ধি কমেছে।’