বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মানসিক ভারসাম্যহীনের চুল-দাড়ি কাটিয়ে নতুন জামা পরিয়ে দিলেন স্থানীয়রা

  • প্রতিনিধি, কুড়িগ্রাম   
  • ২৬ আগস্ট, ২০২৩ ১০:০২

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মলিহা খানম বলেন, ‘যারা উদ্যোগটি নিয়েছেন, তারা নিজস্ব মানবিকতাবোধ থেকেই করেছেন। এটি নিঃসন্দেহে একটি ভালো কাজ।’

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির চুল, দাড়ি কাটিয়ে নতুন পোশাক পরিয়ে দিয়েছেন স্থানীয়রা।

সামাজিক যোগাযোগমাধ্যমে বৃহস্পতিবার এমন ভিডিও ছড়িয়ে পড়লে ইতিবাচক সাড়া পেয়েছেন তারা।

উপজেলা সদরের ব্র্যাক মোড়ে বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে।

ফুলবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বেলাল জানান, মানসিক ভারসাম্যহীন এ ব্যক্তিকে ব্র্যাক মোড়ে প্রায় তিন মাস ধরে ঘোরাফেরা করতে দেখা যায়। তার কোনো পরিচয় নেই। স্থানীয়রা অনেকেই তাকে দোকান থেকে খাবার কিনে খাওয়ান। তার চুল, দাড়ি দেখে স্থানীয় কয়েকজনের মনে হয়েছে, এগুলো কেটে দেয়া দরকার।

পরে কয়েকজন যুবক ওই লোকটিকে নাপিতের কাছে নিয়ে গিয়ে চুল-দাড়ি কাটিয়ে দেন। এরপর তাকে একটি পুকুরে শ্যাম্পু ও সাবান দিয়ে গোসল করিয়ে নতুন টি-শার্ট ও জিন্সের প্যান্ট পরিয়ে দেন তারা।

এ ঘটনা প্রকাশ পেলে ফুলবাড়ী সদরে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। যারা এ মানসিক ভারসাম্যহীন ব্যক্তির চুল-দাড়ি কেটে গোসল করিয়ে নতুন কাপড় পরিয়ে দিয়েছেন, তাদের সবাইকে সাধুবাদ জানান স্থানীয়রা।

স্থানীয় সংবাদকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত নুরনবী মিয়া ও বিপুল মিয়া বেলাল জানান, যেকোনো মানসিক ভারসাম্যহীন ব্যক্তির সঙ্গে বন্ধুত্বসুলভ আচরণ করা সবার নৈতিক দায়িত্ব।

নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল সরকার বলেন, ‘এটা খুবই ভালো কাজ। আমার এলাকাতেও এক মানসিক ভারসাম্যহীন যুবককে বালারহাট বাজারের কিছু ব্যবসায়ী প্রায় এক বছর ধরে খাবারসহ থাকার সুব্যবস্থা করে দিচ্ছেন।

‘এভাবে মানসিক ভারসাম্যহীন মানুষদের সেবাযত্ন নেয়া গেলে তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে আমার বিশ্বাস।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মলিহা খানম বলেন, ‘যারা উদ্যোগটি নিয়েছেন, তারা নিজস্ব মানবিকতাবোধ থেকেই করেছেন। এটি নিঃসন্দেহে একটি ভালো কাজ।’

এ বিভাগের আরো খবর