বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২৮ বছর মামলা চলার পর আদালতের আদেশে জমি পেলেন বাদী

  • প্রতিনিধি, নওগাঁ    
  • ২৫ আগস্ট, ২০২৩ ১৬:০০

নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের নাজির মাইনুল হক বলেন, ‘বাদীপক্ষে রায় ঘোষণার পর আদালতের নির্দেশে ঘটনাস্থলে উপস্থিত থেকে বাদী আজিজুল হককে ১০ শতক জায়গা বুঝিয়ে দেয়া হয়।’

প্রায় ২৮ বছর মামলা চালানোর পর আদালতের আদেশে ১০ শতক জমি বুঝে পেয়েছেন এক ব্যক্তি।

নওগাঁ সদর উপজেলার দুবলহাটি বাজারে শুক্রবার বেলা ১১টার দিকে মামলার বাদী আজিজুল হককে তার জায়গা বুঝিয়ে দেয়া হয়।

জেলা ও দায়রা জজ আদালতের নাজির মাইনুল হক বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা যায়, দুবলহাটি বাজারে আজিজুল হকের ১০ শতক জমিতে দোকানঘরসহ বিভিন্ন স্থাপনা ছিল। হঠাৎ করে দেলোয়ার হোসেনসহ কয়েকজন আজিজুল হকের দোকানঘর ভেঙে দিয়ে নিজের জমি দাবি করে সেখানে দোকানঘর তৈরি করেন। এরপর ১৯৯৬ সালে আজিজুল হক ও তার স্ত্রী মমতাজ আরা বেগম নওগাঁ সদরের সিনিয়র সহকারী জজ আদালতে জমির সত্যতা ঘোষণা করে মামলা করেন।

দেলোয়ার হোসেন ও তার স্ত্রীসহ ছয়জন এ মামলার বিবাদী ছিলেন। দীর্ঘদিন মামলা চলার পর আদালত ২০১৯ সালে আজিজুল হকের পক্ষে রায় ঘোষণা করেন। পরবর্তী সময়ে বিবাদীপক্ষ আবারও জেলা ও দায়রা জজ আদালতে আপিল করলে চলতি বছরের ২৩ জুলাই আজিজুল হকের পক্ষে ডিক্রি প্রদান করে আদালত।

ডিক্রি প্রদানের পর শুক্রবার বিবাদীর স্থাপনা ভেঙে আজিজুলকে জায়গা বুঝিয়ে দেয়া হয়।

আজিজুল হক বলেন, ‘তারা জোর করে আমার জমি দঘল করে ভোগ করে আসছিল। দীর্ঘদিন মামলা চলার পর আদালত থেকে লোকজন এসে আমার জমি আমাকে বুঝে দিয়েছেন। এতে আমি খুশি।’

নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের নাজির মাইনুল হক বলেন, ‘বাদীপক্ষে রায় ঘোষণার পর আদালতের নির্দেশে ঘটনাস্থলে উপস্থিত থেকে বাদী আজিজুল হাককে ১০ শতক জায়গা বুঝিয়ে দেয়া হয়।’

ওই সময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর