নরসিংদীর রায়পুরা উপজেলার ভাইস চেয়ারম্যানকে চেক প্রতারণার মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী মডেল থানার ওসি আবুল কাশেম ভূইয়া।
গ্রেপ্তার ৪৫ বছর বয়সী ভাইস চেয়ারম্যান আব্দুল মোমেনকে বুধবার বিকেলে নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন নরসিংদী মডেল থানা পুলিশ।
ওসি আবুল কাশেম ভূইয়া বলেন, ‘আব্দুল মোমেন ইটভাটা ব্যবসায়ী এবং কামাল হোসেন তার ব্যবসায়ী অংশীদার ছিলেন। কামাল হোসেন তার ইটভাটায় নিয়মিত কয়লা দিতেন।ওই কয়লার টাকা পরিশোধ করতে গিয়ে তিনি চেক প্রতারণা করেছিলেন মোমেন।
‘তখন কামাল হোসেন বাদী হয়ে আব্দুল মোমেনের নামে ৩০ লক্ষ টাকার একটি চেক প্রতারণা মামলা করেন। ওই মামলায় নরসিংদী দায়রা জজ চলতি বছরের ১৭ই সেপ্টেম্বর তাকে দোষী সাব্যস্ত করে এনআই এ্যাক্ট ১৩৮ (১) ধারার অপরাধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন। তারপর থেকে আব্দুল মোমেন পলাতক ছিলেন।’
তিনি আরও বলেন, ‘মোমেনকে তথ্য প্রযুক্তির সহায়তায় পৌর শহরের রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে আসামিকে নরসিংদীর বিজ্ঞ আদালতে দেয়া হয়েছে।’