জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে খিচুড়ি খাওয়া নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৫ থেকে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঢাকার ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের খড়ারচর ঈদগাহ মাঠে বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
রোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন বলেন, ‘জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে রোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। অনুষ্ঠান শেষে কাঙ্গালিভোজের আয়োজন করা হয়।
‘শোক সভা অনুষ্ঠান শেষে খাবারের সময় মারামারি হয়েছে এটা সত্য। তবে যখন মারামারি হয়েছে তখন আমি ঘটনাস্থলে ছিলাম না। আমি ও এমপি সাহেব নামাজে ছিলাম। নামাজ শেষে এমপি সাহেবকে বিদায় দিয়ে এসে শুনি মারামারি হয়েছে। কে বা কারা কেন এ ধরনের ঘটনা ঘটিয়েছে তা জানি না। যারা এ কাজ করেছে আমার বিশ্বাস তারা মাদকাসক্ত। তা না হলে এরকম অনুষ্ঠানে কেউ মারামারি করতে পারে না।’