প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও বজ্রপাত থেকে উপকূলীয় জেলার মানুষকে রক্ষায় ভোলায় আরও ৫০ হাজার তালগাছের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
উপকূলীয় বন বিভাগের আয়োজনে বৃহস্পতিবার সকালে ভোলা সদর উপজেলার রাজপুর ইউনিয়নে বেঁড়িবাধ এলাকায় বীজ রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার।
তিনি বলেন, ‘তালগাছ সাধারণত বজ্রপাত থেকে মানুষকে রক্ষা করাসহ পরিবেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে। অথচ বাংলাদেশ থেকে তালগাছ হারিয়ে যাচ্ছে, যার কারণে প্রাকৃতিক বিপর্যয় ঘটছে, প্রভাব পড়ছে জলবায়ুতে।
‘এ ছাড়াও দেশে প্রতিনিয়ত বজ্রপাতের আঘাতে প্রাণ হারাচ্ছেন অংখ্য মানুষ। তাই বজ্রপাত নিরোধ করতে হলে তালগাছ লাগানো প্রয়োজন।’
তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা বাস্তবায়ন করার লক্ষ্যে উপকূলীয় জেলা ভোলায় ৫০ হাজার তালগাছের বীজ রোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
‘বন বিভাগের নিজস্ব অর্থায়নে জেলার বিভিন্ন পয়েন্টে ইতোমধ্যে ১০ হাজার তালগাছের বীজ রোপণ করা হয়েছে। তা ছাড়া সামাজিক বনায়ন করেও স্থানীয়রা লাভবান হবে।’