এইচএসসির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় নকলে সহায়তা করায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের তিন হল পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় বোর্ডের আট পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাতে এ তথ্য জানানো হয়।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সামছুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হওয়া ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে ৫০১ জন এইচএসসি পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে ময়মনসিংহে ২৫৯, জামালপুরে ৮৩, নেত্রকোণায় ৯৪, শেরপুরে ৬৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।’
তিনি বলেন, ‘পরীক্ষায় নকলে সহায়তা করায় তিন হল পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। তারা ময়মনসিংহের তিনটি কেন্দ্রের দায়িত্বে ছিলেন। একই সঙ্গে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ময়মনসিংহে তিনজন, জামালপুরে একজন ও নেত্রকোণায় চারজনসহ মোট আট শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।’
পরীক্ষা নিয়ন্ত্রক আরও বলেন, ‘নকল করা কিংবা নকলে সহায়তা করা কোনোভাবেই মেনে নেয়া যায় না। তিন হল পরিদর্শক ও ওই শিক্ষার্থীদের বহিষ্কার করার মাধ্যমে অন্যান্য হল পরিদর্শকসহ সকল শিক্ষার্থীরা সচেতন হবে বলে মনে করি।’