বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার রুল শুনানি বুধবার

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২২ আগস্ট, ২০২৩ ১৭:৩১

হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার রুলের শুনানি চলাকালে দুপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়। আবেদনকারীর পক্ষের আইনজীবীর বক্তব্যের জের ধরে তারেক রহমানের পক্ষের আইনজীবীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে আদালতকে জানান। পরে শুনানির জন্য নতুন তারিখ ঠিক করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য অনলাইন প্লাটফর্মসহ গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা প্রশ্নে জারি করা রুল শুনানির জন্য বুধবারের তালিকায় থাকবে বলে জানিয়েছে হাইকোর্ট।

রুল শুনানির জন্য সম্প্রতি রিটকারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই তারিখ ঠিক করে দেন।

এর আগে সকালে শুনানিতে দুপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটে। শুরুতে আদালত জানতে চায় নোটিশ জারির নির্দেশ পালন হয়েছে কি না।

তখন আবেদনকারীর আইনজীবী ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘আদেশ অনুযায়ী ঠিকানায় পাওয়া যায়নি। কোর্টের আদেশ ছিল ঠিকানায় নোটিশ টাঙিয়ে দেয়া। সেটা হয়েছে। এছাড়া আদেশ অনুযায়ী আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি।’

এরপর আদালত বলে, ‘সুপ্রিম কোর্টের নোর্টিশ বোর্ডে নোটিশ দেয়ার রিপোর্ট নেই।’

এ সময় আইনজীবী কামরুল ইসলাম বলেন, সুপ্রিম কোর্টের নোর্টিশ বোর্ডে নোটিশ দেয়ার রিপোর্ট আসেনি। তখন আদালত বলে, ‘রিপোর্ট আসুক। আপনারা ২টায় আসেন।’

এক পর্যায়ে বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল বলেন, ‘মাই লর্ড, আগামীকাল শুনানির জন্য রাখেন। রিপোর্ট আসুক।’

এ সময় অ্যাডভোকেট কামরুল ইসলাম চিৎকার করে বলেন, ‘আপনার দরকার কী?’

এই পর্যায়ে আদালতে উপস্থিত থাকা বিএনপি সমর্থক আইনজীবীরা ‘গমরুল গমরুল’ বলে চিৎকার করতে থাকেন।

তখন কামরুল ইসলাম বলেন, ‘এটা কী?’

তখন আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক আইনজীবীরা আদালতে চিৎকার ও হট্টগোল শুরু করেন।

এরপর বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল আইনজীবী কামরুল ইসলামকে ইঙ্গিত করে বলেন, ‘তিনি কোর্টের সামনে আমাদের থ্রেট করছেন। কোর্টের বাইরে গেলে কী করবেন? আমরা নিরাপত্তাহীনতা বোধ করছি।’

পরে আদালত বেলা ২টায় এ বিষয়ে শুনানির জন্য রাখে। বেলা ২টার পর আদালত রুল শুনানির জন্য বুধবার দিন ঠিক করে দেয়।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী কামরুল ইসলাম, আইনজীবী সানজিদা খানম ও আইনজীবী নাসরিন সিদ্দিকা লিনা।

অপরপক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ২০১৫ সালে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী নাসরিন সিদ্দিকা লিনা। সেই রিটের শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ রুল জারিসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেয়। দীর্ঘদিন পর সেই রুল শুনানির জন্য নতুন করে আবেদন করেন লিনা। পরে আদালত রুলের নোটিশ জারি করে আসতে বলে।

এ বিভাগের আরো খবর