চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে প্রায় এক কেজি স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা। এছাড়া বিমানবন্দরে শৌচাগারের ডাস্টবিন থেকে পরিত্যক্ত অবস্থায় আরো ৬টি বার উদ্ধার করা হয়।
সোমবার সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের ট্রানজিট ফ্লাইট বিজি ১৫২ থেকে তাকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা ব্যাগে শিকল সদৃশ ৪২০ গ্রাম ও পরণের টি-শার্টে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।
আটক ভারতীয় নাগরিকের নাম তুষার নাগিন দাস। তিনি মহারাষ্ট্রের নাসিক এলাকার বাসিন্দা।
একই দিনে শারজাহ থেকে ছেড়ে আসা এয়ার এরাবিয়া জি৯ ৫২৬ ফ্লাইটে চট্টগ্রামে আসা এক চোরাকারবারী শৌচাগারে কয়েকটি স্বর্ণের বার হাতবদল করবে- এমন একটি সংবাদ পায় শুল্ক গোয়েন্দা। এতে নজরদারির এক পর্যায়ে শৌচাগারের ডাস্টবিন থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি স্বর্ণের বার উদ্ধার করে তারা। উদ্ধার হওয়া বারগুলোর প্রতিটির ওজন ১১৬ গ্রাম।
এ বিষয়ে কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মো. সালেম বলেন, ‘বাংলাদেশ বিমানের ঢাকাগামী একটি ট্রানজিট ফ্লাইটে ঢাকা যাচ্ছিলেন ওই ভারতীয় নাগরিক। গোপন সংবাদের ভিত্তিতে আমরা বিমান থেকেই তাকে আটক করেছি।
‘এদিকে আমাদের কাছে আরেকটি তথ্য ছিল যে শারজাহ থেকে আসা একজন শৌচাগারে কিছু বার হাতবদল করবে। পরে আমরা শৌচাগারের ডাস্টবিনে পরিত্যক্ত অবস্থায় ৬টি বার পেয়েছি।’
পৃথক এ দুটি ঘটনায় আইননুসারে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা।’