বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হবিগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৪০

  • প্রতিনিধি, হবিগঞ্জ   
  • ২০ আগস্ট, ২০২৩ ১৮:৫৮

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী বলেন, ‘আমরা মিছিল নিয়ে যাওয়ার সময় বিএনপি যুবদল ছাত্রদল নেতা-কর্মীরা মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে আমাদের নেতা-কর্মীরা এর জবাব দেয়। এতে সংঘর্ষের সৃষ্টি হয়। এ ঘটনায় আমাদের অনেক নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন।’

হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।

রোববার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত দেড় ঘন্টা ধরে দফায় দফায় এ সংঘর্ষ চলে।

বিএনপি নেতা-কর্মীদের নৈরাজ্য, অগ্নি সংযোগ ও হামলা-ভাঙচুরের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে জেলা আওয়ামী লীগ। বিকেলে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক হয়ে শায়েস্তানগর এলাকা অতিক্রম করার সময় উভয় পক্ষের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পরেন।

খবর পেয়ে প্রায় দেড় ঘন্টা ঘপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী বলেন, ‘আমরা মিছিল নিয়ে যাওয়ার সময় বিএনপি যুবদল ছাত্রদল নেতা-কর্মীরা মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে আমাদের নেতা-কর্মীরা এর জবাব দেয়। এতে সংঘর্ষের সৃষ্টি হয়। এ ঘটনায় আমাদের অনেক নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন।’

কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক জিকে গউছ বলেন, ‘আওয়ামী লীগ নেতা-কর্মীরা মিছিল নিয়ে যাওয়ার সময় আমাদের কার্যালয়ে ও বাসায় হামলা চালায়। এ সময় আমাদের নেতা-কর্মীরা পাল্টা জবাব দেয়। আমরা কোনো সংঘর্ষ বা সংঘাত চাই না। তবে আমাদের নেতা-কর্মীরা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করছে। যদি আমাদের উপর হামলা হয় তাহলে আমরা এর জবাব দেব।’

সহকারী পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। তবে পূণরায় অপ্রিতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এর আগের শনিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে জেলা শহরে পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান ও সদর থানার ওসি অজয় চন্দ্র দেবসহ অন্তত ৫০ জন আহত হন।

এ বিভাগের আরো খবর