বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আইডিয়ালের সেই ছাত্রীকে বাবার জিম্মায় চেয়ে রিট

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২০ আগস্ট, ২০২৩ ১৮:১৪

আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, ‘আবেদনে মেয়েটিকে তার বাবার জিম্মায় দেয়ার জন্য প্রার্থনা করেছি। আবেদনটি বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে শুনানি হবে।’

রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের (গভর্নিং বডি) সদস্য খন্দকার মুশতাক আহমেদের সঙ্গে বিয়ে হওয়া সেই শিক্ষার্থীকে বাবার জিম্মায় দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা। রিটের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

তিনি বলেন, ‘আবেদনে মেয়েটিকে তার বাবার জিম্মায় দেয়ার জন্য প্রার্থনা করেছি। আবেদনটি বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে শুনানি হবে।’

ধর্ষণের অভিযোগে ওই শিক্ষার্থীর বাবার করা মামলায় রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদকে গত ১৭ আগস্ট ছয় সপ্তাহের আগাম জামিন দিয়ে মেয়েটির বয়স নির্ধারণের জন্য সেফহোমে পাঠানোর আদেশ দেয় হাইকোর্ট।

এরপর হাইকোর্টের আদেশ অনুযায়ী মেয়েটিকে সেফহোমে পাঠিয়ে দেয়া হয়। মামলায় মুশতাক ছাড়াও ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয় শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীর বিরুদ্ধে।

আদালত বাদীর (ছাত্রীর বাবা) জবানবন্দি গ্রহণ করে মামলাটি গুলশান থানাকে এজাহার হিসেবে রেকর্ডভুক্ত করার আদেশ দেয়। সে অনুযায়ী মামলাটি থানা-পুলিশ নথিভুক্ত করে। যদিও হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নিয়েছেন অধ্যক্ষ ফাওজিয়া রাশেদী।

এর আগে গত ১ আগস্ট মুশতাক আহমেদকে প্রধান আসামি করে একটি মামলা করেন ওই কলেজছাত্রীর বাবা। এই ছাত্রীকে প্রলোভন দেখিয়ে বিয়ে এবং ধর্ষণের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

মামলার এজাহারে বলা হয়, মতিঝিল আইডিয়ালের একাদশ শ্রেণির ছাত্রী তার মেয়েকে মুশতাক বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে জোর করে বিয়ে করেছেন।

এ বিভাগের আরো খবর