মেহেরপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্পনগরীর উপব্যবস্থাপকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিসিক কার্যালয়ের পাশে রোববার সকাল সাড়ে ৮টার দিকে একটি আমগাছের ডাল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
প্রাণ হারানো ৫৬ বছর বয়সী শামসুজ্জামান মিঠুর বাড়ি ঝিনাইদহ জেলায়। গত জুলাই মাসে তিনি মেহেরপুর বিসিক শিল্পনগরীর উপব্যবস্থাপক হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি চুয়াডাঙ্গায় কর্মরত ছিলেন।
মেহেরপুর বিসিক শিল্পনগরীর সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল হাসনাত বলেন, ‘সাপ্তাহিক ছুটির আগে বৃহস্পতিবার তার সঙ্গে আমার শেষ দেখা হয়। উনি খুব ভালো মনের মানুষ ছিলেন। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা বুঝতে পারছি না।’
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান বলেন, ‘মেহেরপুর বিসিক শিল্পনগরীর ক্ষুদ্র শিল্প এলাকার একটি আমগাছের ডালের সঙ্গে শামসুজ্জামান মিঠুর গলায় রশি পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। মরদেহ উদ্ধার করে সদর থানায় নেয়া হয়। ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসাপাতালে পাঠানো হবে।’
এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর বলা সম্ভব হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।