গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলার কার্যক্রম চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।
প্রধান বিচারপতির নেতৃত্বে রোববার সাত সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেয়।
আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল্লাহ আল মামুন। কলকারখানা অধিদপ্তরের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মুহাম্মাদ মোর্শেদ।
আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘আপিল বিভাগের এ আদেশের ফলে শ্রম আদালতে মামলা চলতে আর কোনো বাধা নেই। এখন এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হবে।’
এর আগে গত ৮ আগস্ট বিচারপতি এসএম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ রুল খারিজ করে দেন।
হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন ড. ইউনূস। আপিল বিভাগ সে আবেদনটিও আজ খারিজ করে দেন।
রায়ের পর আইনজীবী মামুন বলেন, ‘এ রায়ে আমরা ন্যায়বিচার বঞ্চিত হয়েছি। পূর্ণাঙ্গ রায় পেলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’
২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান ড. ইউনূসসহ চারজনের নামে এ মামলা করেন।
মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইন ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ করা হয়।