হবিগঞ্জে পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সদর থানার ওসিসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শায়েস্তানগর পয়েন্টে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করতে দলটির নেতা-কর্মীরা হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাঁ এলাকায় জড়ো হন। সেখানে কয়েক হাজার নেতা-কর্মী পদযাত্রা নিয়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আসার পর বিএনপি নেতা জিকে গউছের সঙ্গে পুলিশের কর্মকর্তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে বিএনপি নেতারা ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে।
এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। নিমেষেই শহরের শায়েস্তানগর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলে সংঘর্ষ।
সংঘর্ষে হবিগঞ্জ সদর থানার ওসি ও ১০ পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন বিএনপি নেতা-কর্মী আহত হয়েছেন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, বিএনপি নেতা-কর্মীরা পুলিশের ওপর হঠাৎ করেই ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করলে সংঘর্ষ বাঁধে।
এ ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে বলে জানান তিনি।