বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারকে লাথি মারার অভিযোগ

  • প্রতিনিধি, দিনাজপুর   
  • ১৯ আগস্ট, ২০২৩ ১০:২২

ইউপি সদস্যের অভিযোগ, মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের প্রতিবাদ করায় চেয়ারম্যান তাকে লাথি মেরেছেন।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনিসুর রহমানের বিরুদ্ধে একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার (সদস্য) আবু হানিফকে লাথি মারার অভিযোগ উঠেছে।

ইউপি সদস্যের অভিযোগ, মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের প্রতিবাদ করায় চেয়ারম্যান তাকে লাথি মেরেছেন।

তিনি বৃহস্পতিবার জেলা প্রশাসক (ডিসি) ও বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

মেম্বারের অভিযোগ, বুধবার দুপুরে চেয়ারম্যানের কক্ষে সদস্যদের নিয়ে সভা চলাকালে তাকে লাথি মারা হয়।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান উপজেলা বিএনপির প্রচার সম্পাদক। অভিযোগকারী আবু হানিফ জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব।

লিখিত অভিযোগে বলা হয়, ‘সম্প্রতি ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান একক সিদ্ধান্তে গর্ভবতী নারীদের জন্য মাতৃত্বকালীন ভাতার তালিকা চূড়ান্ত করেন। এ বিষয়ে অন্যান্য ইউপি সদস্যদের সাথে কোনো ধরনের কথা বলেন নাই। বিষয়টি নিয়ে বুধবার ইউনিয়ন পরিষদের সভা চলাকালীন চেয়ারম্যানকে জিজ্ঞাসা করেন সদস্য আবু হানিফ। এ সময় চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে সদস্যকে লাথি মারেন। পরে অন্যান্য সদস্যরা এগিয়ে এসে তাকে রক্ষা করেন।’

ইউপি সদস্য আবু হানিফ বলেন, ‘ইতোপূর্বে চেয়ারম্যান আনিসুর রহমানের সঙ্গে আমার একাধিকবার বাগবিতণ্ডা হয়েছিল। তিনি সরকারের উপহারের ঘর দেয়ার নাম করে অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন। এ ছাড়াও ভিজিডির চালের জন্য কার্ড করে দেয়ার নাম করে অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন।’

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, ‘ইউপি সদস্য আবু হানিফের বিরুদ্ধে এলাকায় বহু অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে উপহারের ঘর দেয়ার নাম করে টাকা এবং মাতৃত্বকালীন ভাতার কার্ড করে দেয়ার নাম করে বহুজনের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ রয়েছে।

‘ঘটনার দিন তার বিরুদ্ধে অভিযোগগুলো নিয়ে কথা বলছিলাম। সেদিন আমি তার কাছে গেছিলাম, তবে তাকে লাথি মারি নাই।’

জানতে চাইলে বীরগঞ্জের ইউএনও ফজলে এলাহী বলেন, ‘ভুক্তভোগী জেলা প্রশাসক ও আমার বরাবর একটি অভিযোগ দাখিল করেছেন। জেলা প্রশাসক স্যার বিষয়টি তদন্ত করার জন্য আমাকে নির্দেশ প্রদান করেছেন। আমি বিষয়টি তদন্ত করব।’

এ বিভাগের আরো খবর