কুমিল্লায় নানার বাড়িতে এসে নৌকা ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের ঝিড্ডা গ্রামে শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো দুজন হলেন ২০ বছর বয়সী মেডিক্যাল ছাত্রী অরণ্যা আক্তার ও তার ১৬ বছর বয়সী ভাই তানভীর রহমান। তাদের ঢাকায় থাকতেন।
স্থানীয়রা জানান, আনিসুর রহমানের ছেলে তানভীর রহমান ও মেয়ে অরণ্যা আক্তার শুক্রবার সকালে শখ করে মামাতো ভাইদের সঙ্গে নিয়ে ছয়জন খাটরা গ্রাম সংলগ্ন ডাকাতিয়া নদীতে ঘুরতে যান। ওই সময় প্রবল বাতাসের কারণে নৌকাটি উল্টে নদীতে ডুবে যায়। সে সময় সাঁতার কেটে অন্যরা তীরে উঠতে পারলেও দুই সহোদর ডুবে যান।
গ্রামবাসীর পাঁচ ঘণ্টা চেষ্টার পর তানভীর রহমানের মরদেহ ডাকাতিয়া নদী থেকে উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে অরণ্যা আক্তারকে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ডুবুরিদল এসে উদ্ধার করে।
চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।