খুলনায় মেডিক্যাল ভর্তি কোচিং ‘থ্রি ডক্টরস’-এর উপদেষ্টা ডা. ইউনুস উজ্জামান খান তারিমকে আটক করেছে ঢাকা সিআইডির একটি টিম।
শুক্রবার দুপুরে নগরীর বেনী বাবু রোডের থ্রি ডক্টরস কোচিং থেকে তাকে আটক করা হয়। এরপর তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন জানান, সিআইডির প্রধান কার্যালয়ের একটি দল শুক্রবার খুলনায় আসে। তারা ডা. তারিমকে আটক করে ঢাকায় নিয়ে গেছে। আটকের সময় খুলনা থানা পুলিশের একটি টিম ঢাকার সিআইডি টিমকে সহযোগিতা করে। তবে কী অভিযোগে তাকে আটক করা হয়েছে তা তার জানা নেই।
ডা. তারিম স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) খুলনা জেলার সাংগঠনিক সম্পাদক ও খুলনা মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি।
তিনি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত রয়েছেন। প্রায় দেড় যুগ ধরে তিনি মেডিক্যাল ভর্তি কোচিংয়ের সঙ্গে সম্পৃক্ত।
এর আগে, ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে কারসাজির অভিযোগে তারিমকে আটক করেছিল জেলা প্রশাসন।