বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আত্মগোপনে থাকা মানবতাবিরোধী মামলার আসামি গ্রেপ্তার

  • প্রতিবেদক,ময়মনসিংহ   
  • ১৭ আগস্ট, ২০২৩ ২০:৫৩

ফুলপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘রাজাকার নুরুর বিরুদ্ধে হত্যা, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের মামলা চলমান।’

ময়মনসিংহে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৭৬ বছর বয়সী নুরুল ইসলাম ওরফে নুরুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার জেলার হালুয়াঘাট উপজেলার মাজরাকোড়া এলাকার আব্দুল আলিম নামে এক আত্মীয়র বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ফুলপুর থানা পুলিশ।

গ্রেপ্তার নুরুল ইসলাম ওরফে নুরু জেলার ফুলপুর থানা এলাকার বাসিন্দা।

এ বিষয়ে ফুলপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘১৯৭১ সালে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন, ধর্মান্তরিতকরণ ও লুণ্ঠনসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধ করেন নুরুল ইসলাম নুরু। তার নেতৃত্বে মুক্তিযোদ্ধা হাসান আলীকে রাক্তার ক্যাম্পে ধরে নিয়ে নির্যাতন চালিয়ে গুলি করে হত্যার পর মরদেহ কংস নদে ফেলে দেয়া, নারীকে তুলে নিয়ে পাকিস্তানীদের ক্যাম্পে নিয়ে ধর্ষণের অভিযোগসহ অন্যান্য অভিযোগ আছে।

‘২০২২ সালে নুরুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।’

ওসি আরও বলেন, ‘গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত রাজাকার নুরুকে তার এক আত্মীয়র বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের মামলা চলমান। তাকে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে সোপর্দ করা হয়েছে।’

এ বিভাগের আরো খবর