চার দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলের অফিসকক্ষে তালা দিয়ে এক ঘণ্টা পর তা খুলে দিয়েছেন আবাসিক ছাত্ররা।
ওই সময় হলের চার কর্মকর্তাকে কক্ষে অবরুদ্ধ করেন তারা।
বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে অফিসকক্ষে তালা দেন শিক্ষার্থীরা। হল প্রশাসনের আশ্বাসে দুপুর ১২টা ৫৮ মিনিটে তালা খুলে দেন তারা।
শিক্ষার্থীদের চার দফা দাবি হলো পানির সমস্যা সমাধান, ইন্টারনেট সমস্যার সমাধান, হলের নিরাপত্তা জোরদার ও মাঠে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ।
আন্দোলনরত শিক্ষার্থী এইচ টি ইমাম বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়ে আসছি। আমাদের পানির সমস্যা, শৌচাগারের সমস্যা। অনেকের কক্ষে দেয়াল বেয়ে পানি পড়ে।
‘আমাদের মাঠে হলের ছেলেরা খেলতে পারে না; বহিরাগতদের দখলে থাকে মাঠ। হলের ইন্টারনেটেরও অনেক সমস্যা। বারবার বলার পরেও এখনও এসব সমস্যার সমাধান হয়নি।’
চার কর্মকর্তাকে অবরুদ্ধ করার বিষয়ে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মামুন মিয়া বলেন, ‘হলের ওয়াইফাই যে সমস্যা, এ সমস্যাগুলো অন্য হলেও ছিল। সেখানে সমাধান হলেও আমাদের হলের ইন্টারনেট সমস্যার সমাধান করা হয়নি। পানির সমস্যা নিয়ে আমরা বারবার বলেছি, প্রভোস্ট স্যারকেও জানিয়েছি, তবে সমাধান পাইনি। শেষে আমরা তালা দিতে বাধ্য হয়েছি, যাতে আমাদের দাবিগুলো তারা নজরে নেয়।’
আলাওল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলম, ‘শিক্ষার্থীদের সঙ্গে আমাদের কথা হয়েছে। ইন্টারনেট সমস্যার বিষয়ে আইসিটির সঙ্গে কথা হয়েছে।
‘ফিল্টার তিন মাস আগেই নতুন লাগানো হয়েছে। সমাধানযোগ্য ইস্যুগুলো আগামী দুই দিনের মধ্যে সমাধান করা হবে। আমাদের একটু সময় দিতে হবে।’