বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কদমতলীতে দগ্ধ নারীর মৃত্যু হাসপাতালে

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৭ আগস্ট, ২০২৩ ১৩:৪৯

দগ্ধদের উদ্ধার করে নিয়ে আসা মো. মাহবুবর রহমান বলেন, কদমতলীর জুরাইন মাদবর বাজারের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

রাজধানীর কদমতলীর জুরাইনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হওয়া পাঁচজনের মধ্যে একজন মারা গেছেন।

বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২০ বছর বয়সী মুক্তা খাতুন। হাসপাতালের দায়িত্বরত একজন চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৩ আগস্ট রাত ২টার দিকে ওই আগুনের ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে রাত ৩টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়।

দগ্ধদের উদ্ধার করে নিয়ে আসা মো. মাহবুবর রহমান বলেন, কদমতলীর জুরাইন মাদবর বাজারের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, জুরান থেকে গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। তারা হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে মুক্তা খাতুন চিকিৎসাধীন অবস্থায় (এইচডিইউ) হাই ডিফেন্সি ইউনিটে মারা যান।

তিনি জানান, মুক্তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তার স্বামী মো. আতাহারের শরীর ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। এ ছাড়া তাদের মেয়ে আফসানার শরীর ২৫ শতাংশ দগ্ধ, মর্জিনার শরীর ৫ শতাংশ দগ্ধ হয়েছে।

এ বিভাগের আরো খবর