বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তিন দিন পরও উদ্ধার হয়নি হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু

  • প্রতিনিধি, কুমিল্লা   
  • ১৬ আগস্ট, ২০২৩ ১৫:৩১

শিশুর মা আয়েশা বেগম বলেন, ‘আমার মেয়ের নাম রাখিনি। আমরা হাসপাতাল থেকে বাড়ি গিয়ে নাম রাখব বলে পরিকল্পনা করেছি। আমি বাড়ি এসেছি ঠিকই, তবে সন্তানকে আনতে পারিনি।’

কুমিল্লা জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনার তিন দিন পার হলেও খোঁজ মিলছে না।

সন্তানের জন্য বাড়িতে মা আয়েশার বিলাপ থামছে না। পুলিশ বলছে, তাদের অভিযান অব্যাহত আছে।

আয়েশার ভাই নুরে আলম বলেন, ‘হাসপাতাল থেকে আমার বোনকে নিয়ে এসেছি। ভাগ্নিটা চুরি হলো। কোনোভাবেই বোনটাকে সান্ত্বনা দিতে পারছি না। পুলিশও যোগাযোগ করছে। তারাও সান্ত্বনা দিচ্ছে।’

কুমিল্লা জেনারেল হাসপাতালের বহির্বিভাগ থেকে রোববার সকাল সাড়ে ১০টার দিকে শিশুটি চুরি হয়।

শিশুর মা আয়েশা বেগম জানান, ৯ আগস্ট অস্ত্রোপচারের মাধ্যমে তার মেয়ের জন্ম হয়।

তিনি বলেন, ‘আমার মেয়ের নাম রাখিনি। আমরা হাসপাতাল থেকে বাড়ি গিয়ে নাম রাখব বলে পরিকল্পনা করেছি। আমি বাড়ি এসেছি ঠিকই, তবে সন্তানকে আনতে পারিনি।

‘আমার এইটুকুন সন্তান এখন কই আছে, কীভাবে আছে, কিছুই জানি না। প্রতিটা সেকেন্ড আমার কাছে বছর মনে হচ্ছে। আমি আমার সন্তানকে ফিরে পেতে চাই।’

গত রোববার সকালে শিশুটি দুধ পাচ্ছিল না। তাই আয়েশার সঙ্গে থাকা তার মা নূরজাহান বেগম নাতনিকে বহির্বিভাগে চিকিৎসক দেখাবেন বলে সিদ্ধান্ত নেন। সে জন্য অন্য এক নারীর হাতে নাতনিকে তুলে দিয়ে যান। টিকেট কেটে এসে দেখেন তার নাতনিসহ ওই নারী উধাও।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। এখনও চলছে অনুসন্ধান।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, ‘সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান করছি। অভিযান শেষে বিস্তারিত জানাব।’

এ বিভাগের আরো খবর