বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাঈদীর চিকিৎসা নিয়ে প্রশ্ন ফখরুলের

  • প্রতিনিধি, ঠাকুরগাঁও    
  • ১৬ আগস্ট, ২০২৩ ১৪:৩১

বিএনপির মহাসচিব বলেন, ‘তার (সাঈদী) রাজনৈতিক জীবন নিয়ে আমি কথা বলব না, তবে তিনি একজন প্রখ্যাত আলেম ছিলেন। আমরা তার প্রতি অবশ্যই শ্রদ্ধা জানাব। তার চিকিৎসার সুব্যবস্থা হয়েছে বলে আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি না।’

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী মৃত্যুর আগে সুচিকিৎসা পেয়েছিলেন কি না, সে প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন মিলনায়তনে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন তোলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৮টা ৪০ মিনিটে মৃত্যু হয় সাঈদীর।

এ বিষয়ে বিএসএমইউর কার্ডিওলজি বিভাগের অধ্যাপক মোস্তফা জামান বলেছিলেন, ‘উনি (সাঈদী) লাইফ সাপোর্টে ছিলেন। আগে থেকেই তার হার্টে পাঁচটি রিং পরানো ছিল। আজ (সোমবার) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তার আরেকটি (হার্ট) অ্যাটাক হয়।

‘আমরা উনার ছেলেকে ডাকিয়েছি। তার লাইফ সাপোর্টের যে ইনটিউবিশন টিউব ছিল, সেগুলো খুলে নেয়া হবে কি না, তা নিয়ে কথা বলেছি। অবশেষে রাত ৮টা ৪০ মিনিটে উনাকে মৃত ঘোষণা করা হয়েছে।’

জামায়াতের এ নেতার বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘তার রাজনৈতিক জীবন নিয়ে আমি কথা বলব না, তবে তিনি একজন প্রখ্যাত আলেম ছিলেন। আমরা তার প্রতি অবশ্যই শ্রদ্ধা জানাব।

‘তার (সাঈদী) চিকিৎসার সুব্যবস্থা হয়েছে বলে আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি না। তাকে যে কারণে সাজা দেয়া হয়েছে, সেটা পুরোপুরি ন্যায়বিচার হয়েছে কি না, আমরা জানি না। কারণ দেশে-বিদেশে এ বিষয়ে অনেক প্রশ্ন আছে যে, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এ বিচার হয়নি।’

সরকার জঙ্গি নিয়ে নাটক করছে বলে অভিযোগ করে ফখরুল বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মন্ত্রীদের এখন প্রায়ই বলতে শোনা যায়, বিএনপি নির্বাচনে আসুক না আসুক, তাতে কিছু আসে যায় না। আরও বলতে শোনা যায়, বিএনপি নাশকতা করবে, বিএনপি অগ্নিসংযোগ করবে। ক’দিন আগেই একই নাটক আপনারা দেখেছেন। সে নাটক কী?

‘হঠাৎ করে এক গ্রামে রেইড করে ১০ জনকে আটক করেছে, যাদের মধ্যে ৬ জন মহিলা, ৪ জন শিশু। তাদের অপরাধ কী? তারা নাকি জঙ্গিদের আশ্রয় দিয়েছে। ওখানে নাকি বিস্ফোরক পাওয়া গেছে। এ কথা আপনারা বিশ্বাস করেন?’

গত ১২ আগস্ট মৌলভীবাজারের কুলাউড়া থানার দুর্গম পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানা থেকে ১০ জনকে আটক করা হয় বলে জানায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

অভিযান শেষে পুলিশের বিশেষায়িত এ ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘আটককৃত ১০ জনের বাড়ি দেশের বিভিন্ন এলাকায়। তাদের সাথে তিন শিশুও রয়েছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘তারা (সরকার) এর আগে ঘোষণা দিল দেশে কোনো জঙ্গি নেই। তারা বলেছে দেশে থেকে জঙ্গি নির্মূল হয়ে গেছে। তাহলে এত জঙ্গি কোথা থেকে এলো?

‘কাজেই জঙ্গি অভিযান ও জঙ্গি গ্রেপ্তার তাদের পুরোনো নাটক। এসব করে জনগণকে আর বোকা বানানো যাবেনা, যা আপনারা ঢাকার সমাবেশের উপস্থিতিতে জানিয়েছেন।’

এ বিভাগের আরো খবর