বাগেরহাটের শরণখোলায় এক বন্ধুর আত্মহত্যার খবর পেয়ে অপর বন্ধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার উত্তর কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে। ২২ ঘণ্টার ব্যবধানে সহপাঠী দুই বন্ধুর আত্মহত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়দের বরাতে ইউপি সদস্য শরিফ খায়রুল ইসলাম জানান, শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামের মো. শফিকুল গাজীর ছেলে ১২ বছরের ইয়াসিন ও পার্শ্ববর্তী রাজেস্বর গ্রামের মো. হাবিব হাওলাদারের ১৩ বছরের ইসা হাওলাদার (১৩)। তারা দুই জন ভালো বন্ধু ছিল। স্থানীয় কদমতলার মরহুম মোহসিনিয়া হাফিজিয়া ফোরকানিয়া মাদরাসার ছাত্র ছিল তারা।
সোমবার দুপুর ২টার দিকে ইসা হাওলাদার তার বাবার সঙ্গে অভিমান করে ছাগলের ঘরের আড়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বন্ধু ইসার মৃত্যুর খবর শুনে শোকাহত হয়ে পড়ে ইয়াসিন। ঘটনার ২২ ঘণ্টা পর মঙ্গলবার বেলা ১২টার দিকে ইয়াসিনও ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্ধুর ইসার মৃত্যুর শোক সইতে না পেরে ইয়াসিনও আত্মহত্যা করেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’