বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্ত্রীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে স্বামী গ্রেপ্তার

  • প্রতিনিধি, নওগাঁ   
  • ১৫ আগস্ট, ২০২৩ ১৩:০৫

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘এই মামলার পরিপ্রেক্ষিতে র‌্যাবের সহযোগিতায় রোববার রাতে রতনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

নওগাঁর রাণীনগরে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে র‌্যাবের সহযোগিতায় ঢাকার উত্তরা পশ্চিম থানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার গ্রেপ্তারের পর পুলিশ তাকে আদালতে পাঠায়।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ২৪ বছর বয়সী রতন সরকার বগুড়া জেলার সান্তাহার এলাকার বড় আখিরা গ্রামের বাসিন্দা।

এর আগে পহেলা আগস্ট ব্যক্তিগত ছবি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্নজনের কাছে ছড়িয়ে দেয়ার অভিযোগে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন রতন সরকারের স্ত্রী।

ভুক্তভোগীর বাবা জানান, ২০২২ সালের ৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাকে মেয়েকে রতনের সঙ্গে বিয়ে দেন। ওই সময় প্রায় তিন লাখ টাকা যৌতুক দেন এবং মেয়েকে প্রায় ২ লাখ টাকার স্বর্ণের গহনা দেন। বিয়ের পরে আরও সাড়ে ছয় লাখটাকা ধার হিসেবে দিয়েছেন জামাই রতনকে। এরপরও রতন অতিরিক্ত যৌতুকের জন্য মেয়ের সঙ্গে ঝগড়া বিবাদ ও মারপিট করে।

এরপর গত ৫ মাস আগে মেয়েকে বাড়িতে নিয়ে আসেন তিনি। পরে ম্যাসেঞ্জারে মেয়ে ও জামাই ভিডিও কলে কথা বলতো। কথা বলার সময়ে ভিডিও কলের কিছু ব্যক্তিগত ভিডিও ধারণ করেন রতন। টাকা না দিলে সেগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে যৌতুকের টাকা চেয়ে বসে রতন।

তিনি আরও জানান, টাকা না দেয়ায় গত ২৬ জুলাই রতনের ম্যাসেঞ্জার থেকে ইন্টারনেটের মাধ্যমে অনেকের কাছে ভিডিও ছড়িয়ে দেয়। এ ঘটনায় মেয়ে বাদী হয়ে থানায় মামলা করে।

আবুল কালাম বলেন, ‘গ্রেপ্তার রতন সরকারের স্ত্রী পহেলা আগস্ট অশ্লীল ছবি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্নজনের কাছে ছড়িয়ে দেয়ার অভিযোগে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এই মামলার পরিপ্রেক্ষিতে র‌্যাবের সহযোগিতায় রোববার রাতে রতনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

এ বিভাগের আরো খবর